Thursday, March 28, 2024
বাড়িরাজ্যবাম ছাত্র সংগঠনের ডেপুটেশন

বাম ছাত্র সংগঠনের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বর্তমান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব জানান, ২৫ নভেম্বর থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটি ছয় দফা দাবিতে প্রতিটি বিভাগ জেলা শিক্ষা অধিকর্তা, জেলা শাসক এবং মহাকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার।

এর মধ্যে অন্যতম দাবি হলো রাজ্যের স্কুল, কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা, রাজ্যে বেকার যুবক-যুবতীদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। আরো জানান বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা। অবিলম্বে এই দাবি গুলি পূরণের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য