স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : রাবার বোর্ডের চেয়ারম্যান ডাঃ এস ধাননিয়া রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ত্রিপুরা রাজ্যের রাবার চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যে রাবার চাষ উন্নয়নের পরিকল্পনা খতিয়ে দেখে বুধবার সফরের চতুর্থ দিন আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান।
তিনি বলেন ত্রিপুরায় রাবার চাষে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সম্পর্কে অবগত হয়েছেন। এর জন্য তিনি রাজ্য সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বলেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানা গেছে ত্রিপুরায় রাবার চাষ আরো বেশি করে করার জন্য সরকার যথেষ্ট আন্তরিক। পাশাপাশি রাবার প্রোডাক্ট উন্নয়নের ক্ষেত্রে এবং ফার্নিচার সহ চাষিরা যাতে ন্যায্যমূল্য পায় সেদিকে সরকার গুরুত্ব দিয়ে চলেছে। এর জন্য রাবার বোর্ডের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ৫০০ কোটি টাকা বিনিময় করার জন্য দাবি করা হয়েছে। আরো বলেন পাঁচ বছরে ত্রিপুরায় রাবার চাষ যথেষ্ট উন্নয়ন হয়েছে। গোটা দেশের মধ্যে রাবার চাষে ত্রিপুরার দ্বিতীয় স্থান অধিকার করে আছে। দেশে বছরে ১২ লক্ষ টন রাবার উৎপাদনের প্রয়োজন। এর মধ্যে মাত্র সাত লক্ষ টন রাবার উৎপাদন হয় দেশে। উৎপাদনের দিকে প্রথম স্থানে রয়েছে কেরল। তারপর রয়েছে ত্রিপুরা রাজ্য।
ত্রিপুরায় প্রায় এক লক্ষ টন রাবার উৎপাদন হয়। এর মধ্যে সিপাহীজলা জেলায় সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়। প্রায় ১৭ হাজার হেক্টরে রাবার চাষ হচ্ছে। আরো কিভাবে রাবার চাষ বাড়ানো যায় সেদিকে নজর দেওয়ার হচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সাথে বিস্তৃত আলোচনা রাবার চাষে অন্যতম গুরুত্ব পেয়েছে ফার্নিচার এর বিষয়টি। যাতে ফার্নিচারের মাধ্যমে রাজ্যের রাজস্ব বাড়ানো যায়। কারণ রাবারের ফার্নিচারের চাহিদা বিদেশের বাজারে প্রচুর পরিমাণে রয়েছে। তাই এর ফার্নিচার সহ রাবার প্রোডাক্টের দিকে যাতে আরো বেশি নজর দেওয়া যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। আরো বলেন গত পাঁচ বছরে ত্রিপুরায় রাবার চাষ বৃদ্ধি পেয়েছে। বিনামূল্যে রাবার গাছের চারা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।