স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : বর্তমান সরকারের ৪ বছর ৯ মাসে মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সরকার কোন ধরনের যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণ করেনি। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে জানান বর্তমান সরকারের আমলে বিজ্ঞান শিক্ষকরা নিয়মিত হয়েছেন।
সমগ্র শিক্ষা শিক্ষকদের মধ্যে ৪৫ জন নিয়মিত হয়েছেন। বাকি সমস্ত সমগ্র শিক্ষা শিক্ষকরা সম শ্রমে সম বেতন পাচ্ছে এবং অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষকদের মধ্যে সম কাজে সম বেতন প্রদান করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। আসন্ন মন্ত্রিসভায় বৈঠকে যাতে তাদের সম কাজে সম বেতন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার জন্য দাবি জানান তিনি। আরো বলেন যদি মন্ত্রী সভার সদস্যরা সহানুভূতিশীল হয়ে রাজ্যের ৩৭০ জন মাদ্রাসা শিক্ষকদের জন্য কাজে সম বেতন সহ সমগ্র শিক্ষার শিক্ষকদের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়ে তাহলে তারা উপকৃত হবে। পাশাপাশি তাদের মধ্যে কোন শিক্ষকের যদি চাকরির চলাকালীন সময়ে মৃত্যু হয় বা অবসরে যান তাহলে পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান করার দাবি জানান তিনি। আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে এদিনের ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি শাহ আলম।