Friday, February 14, 2025
বাড়িরাজ্যছুটি-বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাঁজরা দুই টিএসআর জওয়ান, হত এক, আশঙ্কাজনক এক

ছুটি-বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাঁজরা দুই টিএসআর জওয়ান, হত এক, আশঙ্কাজনক এক

আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : শনিবার সাতসকালে হত্যালীলা চলেছে টিএসআর ক্যাম্পে। সহকর্মীর গুলিতে ঝাঁজরা হয়েছেন দুই টিএসআর জওয়ান। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিপাহিজলা জেলার কোণাবনে অবস্থিত ওএনজিসির গ্যাস গ্যাদারিং স্টেশনে সংগঠিত এই ঘটনায় ঘাতক টিএসআর জওয়ান অস্ত্র সহ থানায় আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে নয়টা নাগাদ কোণাবন গ্যাস গ্যাদারিং স্টেশনে টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের ছোঁড়া গুলিতে সুবেদার মার্কা সিংহ জমাতিয়ার দেহ ঝাঁজরা হয়ে গেছে। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেছেন। অপর টিএসআর নায়েক সুবেদার কিরণ জমাতিয়াও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন। হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, ঘাতক টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের স্ত্রী মল্লিকা রিয়াং পুলিশ কনস্টেবল পদে আরকেপুর থানায় কর্মরত। সম্প্রতি সুকান্ত দাস ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন মঞ্জুর হওয়ার বদলে তাঁকে প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। যার ফলে সাংঘাতিক ঘটনা সংগঠিত করেছেন তিনি।

এদিকে, দুই সহকর্মীকে গুলিতে ঝাঁজরা করে মধুপুর থানায় গিয়ে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন সুকান্ত দাস। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ছুটি নিয়ে বিবাদের জেরেই হয় হত্যালীলা সংগঠিত হয়েছে, না-তার পেছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য