স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : দিল্লিতে গত দু’দিন ধরে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে তিপরা মথা এবং আই পি এফ টি যৌথভাবে অবস্থান করছে। এটা যদি সরকার মেনে নেয় তাহলে রাজ্যে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ রাজ্যে যুগ যুগ ধরে জাতি জনজাতি মধ্যে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে। তাদের এ ধরনের অযৌক্তিক দাবি ত্রিপুরার মধ্যে বিভেদ সৃষ্টি করবে।
তাই সরকার যাতে এই দাবি মেনে না নেয় তার জন্য আমরা বাঙালি পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শুক্রবার দাবি জানান আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। এধরনের অযৌক্তিক দাবি জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। এবং রাজ্যের যদি কোন ধরনের অশান্তি সৃষ্টি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে তারা। তিনি বলেন ত্রিপুরায় স্বাধীনতার পর থেকে জনজাতিদের শিক্ষার প্রসার হয়েছে।
এখন জনজাতিরা বিভিন্ন দপ্তরে অফিসার পদে দায়িত্ব পালন করছেন। তাদের শিক্ষা এবং আর্থিক দিকে উন্নয়ন হয়েছে। আজ সবটা বাঙ্গালীদের কল্যাণে হয়েছে। এখন তারা ইতিহাস ভুলে বেমানান হয়ে যাচ্ছে। এখন তারা বাঙ্গালিদের উৎখাত করতে উঠে পড়ে লেগেছে। তারা হিংসার ছড়াতে চাইছে। তারা রাজ্যের কল্যাণ করতে চায় না। বাঙালিরা ত্রিপুরা ভূমিপুত্র। বাঙ্গালিদের উৎখাত করতে এ ধরনের প্রচেষ্টা তাদের। কিন্তু অস্তিত্ব রক্ষার প্রয়োজনে বাঙালিরা আগামীদিনে আন্দোলনে নামতে বাধ্য হবে। বাঙালিরা সহ্য করবে না। রাজ্যের মানুষ যাতে তাদের বিভ্রান্তিতে পা না দেয় তার জন্যও দাবি জানান তিনি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি কোন হটকারী সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে প্রয়োজনে বাঙালিরা অস্তিত্ব রক্ষার জন্য দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন গড়ে তুলবে রাজ্যে বলে হুশিয়ারি দেন তিনি।