Sunday, February 16, 2025
বাড়িখেলাওমিক্রন আতঙ্কে বাতিল হচ্ছে না সফর, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টিম ইন্ডিয়া :...

ওমিক্রন আতঙ্কে বাতিল হচ্ছে না সফর, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টিম ইন্ডিয়া : জয় শাহ


মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। শনিবার জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। জয় শাহ জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দল সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে।

বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ পরে হবে।’’ডেল্টার চেয়েও অনেক বেশি সংক্রামক বলা হচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে। যে কারণে সারা বিশ্বে ফের আতঙ্ক তৈরি হয়েছে। আর দক্ষিণ আফ্রিকায় যে-হেতু এর উৎপত্তি, সেখানকার সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে চাইছে অনেক দেশ। তার মধ্যে টিম ইন্ডিয়া কীভাবে ক্রিকেট সফরে দক্ষিণ আফ্রিকা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সফরে যাচ্ছেন কোহলিরা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য