Sunday, January 26, 2025
বাড়িরাজ্যভৈরব থলি মন্দির ও কমিউনিটি হলের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ভৈরব থলি মন্দির ও কমিউনিটি হলের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর :  মঙ্গলবার কৈলাসহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নব নির্মিত ভৈরব থলি মন্দির ও কমিউনিটি হলের শুভ দ্বারদঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি কমিউনিটি হল ও মন্দির নির্মান করার জন্য। সেদিকে গুরুত্ব দিয়ে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর উদ্যোগ গ্রহণ করে জনগণের দাবি পূরণ করেছে। মুখ্যমন্ত্রীর দিন প্রথমবার সফর করে বলেন নিজে পরি দর্শনে না গেলে অনেক কিছু জানা যায় না।

মানুষের সাথে কথা বলে দাবি দেওয়া ও সমস্যার সম্পর্কে অবগত হওয়া যায়। এবং সে সমস্যা সমাধানের জন্য সরকার উদ্যোগ নিতে পারে। বর্তমান সরকার সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে। মুখ্যমন্ত্রী আরো বলেন বিগত সরকারের সময় দীর্ঘ দিন এই চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে একজন মন্ত্রী ছিলেন, কিন্তু এলাকায় প্রকৃত কোন উন্নয়ন হয়নি। রাজ্যে বর্তমানে জনকল্যাণ মুখী সরকার প্রতিষ্ঠা হয়েছে, রাজ্যের প্রতিটি প্রান্তের নাগরিকরা এর সুফল পেতে শুরু করেছে। আগামী দিনে চন্ডিপুর বিধানসভা এলাকায় প্রকৃত উন্নয়ন হবে। অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলাশাসক ডঃ বিশাল কুমার, জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্যরা। এই কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী ছনতৈলের উদ্দেশ্যে যান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য