স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : গন্ডাছড়ার দীর্ঘ দিনের সি আর পি এফ -এর ক্যাম্প তুলে নেওয়ার প্রতিবাদে আমবাসা-গন্ডাছড়া পথ অবরোধে বসলো এলাকাবাসী।
তাদের দাবি এলাকার নিরাপত্তার জন্য এই ক্যাম্পের প্রয়োজন। এদিকে আগামী দুমাসের মধ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে ক্যাম্পটি তুলে নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাস মানতে রাজি নয় এলাকাবাসী।