স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ১৯৬২ সালে ৬ ডিসেম্বর কাস্টমস অ্যাক্ট তৈরি হয়। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও মঙ্গলবার কাস্টমস অ্যাক্টের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে কাস্টমস অফিস আগরতলার উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়।
বড়দোয়ালী স্থিত কাস্টমস অফিস থেকে এই র্যাললী শুরু হয়ে আশপাশের এলাকা পরিক্রমা করে নেতাজী চৌমুহনী স্থিত নতুন ভবন পর্যন্ত যায়। এদিনের র্যাএলীতে কাস্টমস অফিসারের পাশাপাশি এক্সপোর্টার, ইমপোর্টার ও সাধারন মানুষ অংস নেয়। মূলত কাস্টমস সম্পর্কে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই র্যা লীর আয়োজন করা হয়। রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে রাজ্যের অর্থ নৈতিক উন্নতি করতে চায় কাস্টমস। এদিন অবসরপ্রাপ্ত কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এই র্যায়লীর বিষয়ে জানান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস অভ্যুদয় গুহ।