স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ৬ ডিসেম্বর সংবিধানের প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ৬৭ তম তিরোধান দিবস। এ উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ডাঃ দিলীপ দাস, বিধায়ক রেবতী মোহন দাস, বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব সহ প্রশাসনিক আধিকারিকেরা।
তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দিনটি উদযাপন করা হয়। পৃথিবীর সর্ব বৃহৎ গনতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এই দেশে বহু মনিষী, রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ জন্ম গ্রহণ করেছেন। ডঃ বি আর আম্বেদকর একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন পথ প্রদর্শক। রাষ্ট্র নায়ক। যিনি সারা জীবন পিছিয়ে পড়া এবং গরীব মানুষের জন্য লড়াই করে গেছেন। ভারতকে শক্তিশালী সংবিধান প্রদান করেছেন। তাঁর তিরোধান দিবস সরকারী ভাবে সারা রাজ্যে পালন করা হচ্ছে। ডঃ বি আর আম্বেদকর সারা দেশকে নতুন করে দিশা দেখিয়ে গেছেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পিছিয়ে পড়া মানুষদের অনেক সুযোগ করে দিয়েছে সংবিধান। সরকার সেই দিশাতে কাজ করছে। পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।