স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : প্রতিবছর ৬ ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসাবে উদযাপন করা হয়। একইভাবে রাজ্যেও ৬০ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় মঙ্গলবার। এদিন এ ডি নগর পুলিশ মাঠে ৬০ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল।
তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, একটা সময় অসামরীক প্রতিরক্ষা দপ্তরের কাজ কর্ম শহর কেন্দ্রীক ছিল। কিন্তু বর্তমান সরকার ২০২১ সালের ২৭ জুলাই অসামরিক প্রতিরক্ষা দপ্তরকে সমগ্র রাজ্যে সম্প্রসারণ করা হয়। তিনি আরো বলেন, যারা দেশের জাতীয় সংহতি, অখন্ডতা এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদিন যৌথ বাহিনীর কুঁচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। দুর্যোগ পরিস্থিতির শপথ বাক্য পাঠ করান মন্ত্রী রাম প্রসাদ পাল। কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলিকে পরবর্তীতে পুরস্কৃত করেন মন্ত্রী। সিভিল ডিফেন্স কর্মীদের হাতেও ট্রফি ও মানপত্র তুলে দেন। ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল সহ অন্যান্যরা।