স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : ইকফাই বিশ্ববিদ্যালয় এক ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেছেন এক সহকারী অধ্যাপক। এর বিরুদ্ধে সরব হল ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি।
শুক্রবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়ার পর এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ইকফাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঠরত ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেছেন এক সহকারী অধ্যাপক। এই ঘটনার পর বহুবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই রাজ্য শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে যাতে অভিযুক্ত সহকারি অধ্যাপককের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।