স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : চড়িলামের ঘটনা নিয়ে সরব হলো আমরা বাঙালি। রাজনৈতিক সন্ত্রাসে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারী চাকুরি প্রদান সহ তিন দফা দাবী উত্থাপন করেন দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। শুক্রবার আমরা বাঙালি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, আগাম অনুমতি এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দীর্ঘ দিন বাদে রাজ্যের বুকে চড়িলামে রাজনৈতিক হত্যা সংগঠিত হয়েছে।
এটা কোন ভাবেই কাম্য নয়। বর্তমান ক্ষমতাসীন দল প্রতিটি নির্বাচনে বিরোধীদের উপর জুলুম করছে। নির্বাচনী কাজে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আক্রমণ শানিত হচ্ছে বিরোধীদের উপর। তিন বার আমরা বাঙালি আক্রান্ত হয়েছে। নির্বাচন দোড় গোড়ায়। এই অবস্থায় বিরোধীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করতে পারছে না। অথচ শাসক দল ধারাবাহিক ভাবে কর্মসূচী চালিয়ে যাচ্ছে। সচিব গৌরাঙ্গ রুদ্রপাল দাবি জানান চরিলামের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারী চাকুরী প্রদানের। আহতদের সরকারী ভাবে চিকিৎসা সুনিশ্চিত করা এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদান। দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তিনি। এদিনের ঘটনায় পুলিশের ভূমিকা ছিল নীরব। সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছে পুলিশ। উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। উর্দি পড়ে মদত দিচ্ছে দুষ্কৃতীদের। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।