স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : বিজেপি দল পরিবারের দল। সেই দলের মন্দির হল এই জেলা কার্যালয়। কেবল কার্যক্রম এবং সেবাহি সংগঠনের কাজ করলে চলবে না। জ্ঞান আহরণ করতে হবে বিজেপি-র স্থপতি ও নেতৃত্বদের কর্মপন্থা নিয়ে। রাষ্ট্রবাদী চিন্তা ধারার বিষয় এই মন্দির থেকে যখন আসবে, সেই সময় বিজেপি দল সম্পর্কে একাত্ম হওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার বিজেপি খোয়াই জেলা কার্য্যালয়ের নবনির্মিত অটল ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের বিরোধী দল গুলিকেও একহাত নেন মুখ্যমন্ত্রী।
বিরোধী দল গুলির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পূর্বতন শাসক দল সাধারন মানুষের উপর ধারাবাহিক ভাবে অত্যাচার করেছে। অপরদিকে কংগ্রেস দলের অপর নাম উশৃঙ্খলতার পার্টি। তৃনমূল কংগ্রেসের কথা বলে লাভই নেই। কংগ্রেস ও সিপিআইএম-এর মধ্যে যা যা গুন রয়েছে, তার তিন গুন রয়েছে তৃনমূল কংগ্রেসের মধ্যে। এই অবস্থায় মানুষ চায় এমন একটা দল যাদের সন্ত্রাসের কোন চিহ্ন নেই। জাত পাত, রং দেখে কাজ করেনা বর্তমান সরকার। স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। দলের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে না। কিন্তু ৩৫ বছর রাজ্যের মানুষ খুন সন্ত্রাসের সরকার দেখে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই জেলার দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এই কার্য্যালয় বিশেষ ভুমিকা গ্রহন করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। জাতীয়কের কাজ চলছে। আগামী দিনে রাজ্যের চেহারা পাল্টে দেবে। এই রাস্তাই মানুষকে রাস্তা দেখাবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সাধারন সম্পাদক টিংকু রায়, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব। নবনির্মিত বিজেপি খোয়াই জেলা কার্য্যালয়ের উদ্বোধন করে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা।