Sunday, January 26, 2025
বাড়িরাজ্যআগরতলা শহরে রাস্তা অবরোধ করে বামেদের সভা

আগরতলা শহরে রাস্তা অবরোধ করে বামেদের সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : চড়িলামে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নিয়ে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে পড়ছে আগরতলা শহর। বিরোধী শক্তি এক হচ্ছে তার ইঙ্গিত এদিন একের পর এক নেতা বার বার বলে। বৃহস্পতিবার বিকেলে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি অফিস থেকে এক মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম কর্মী সমর্থকরা। পরে ওরিয়েন্ট চৌমুহনি এলাকার স্থিত রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভা করে। উপস্থিত সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে সরকারের উদ্দেশ্যে সমালোচনা করে বলেন গোটা দেশের মানুষ বলছে ত্রিপুরায় আইনের শাসন নেই। দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।

 বিজেপি গুন্ডাদের দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। তিনি ১৯৮৮ থেকে ৯৩ সালে তুলনা করে বলেন সেই সময়ে কয়েকদিন শতাধিক কর্মী সিপিআইএমের খুন হয়েছিল। কিন্তু সিপিএমকে কোনঠাসা করে রাখতে পারেননি। তাই বিজেপি যদি এভাবে খুন করে সরকারে আসতে চায় তাহলে মুর্খের স্বর্গে বাস করছে। এর উপযুক্ত জবাব দেবে রাজ্যের মানুষ বলে জানান তিনি। সন্ত্রাস মোকাবিলা করা, দাঙ্গা মোকাবেলা করা এবং ১৯৮৮ থেকে ৯৩ সাল সন্ত্রাস বাদ শক্তি মোকাবেলা করে অভ্যস্ত। সুতরাং সিপিআইএম কাপুরুষ নয় বলে জানান শ্রী দে। এদিকে প্রাক্তন বিধায়ক পবিত্র কর এদিন বিজেপিকে তির্ষক ভাষায় আক্রমণ করে বলেন ত্রিপুরা থেকে বিজেপি শেষ করতে মানুষ তৈরি হচ্ছে। বিজেপির হয়ে যেসব পুলিশ কাজ করছে তাদের মানুষ জবাব দেবে। যেসব পুলিশ অফিসার বিজেপি হয়ে কাজ করছে তাদের ছবি মনে রাখছে রাজ্যের মানুষ। তিনি আরো বলেন, সমস্ত বিরোধী শক্তি এক হচ্ছে। রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রস্তুত হচ্ছে মানুষ। বিজেপি রাজ্য থেকে পালাবার রাস্তাও পাবে না বলে জানান তিনি। আয়োজিত সভায় এই দিন এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য