স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি -র লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ হতেই রাস্তায় নামল ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। বৃহস্পতিবার তারা দীর্ঘ এক ঘন্টা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বসে থাকে। তাদের দাবি সরকার তাদের স্কুলমুখী না করলেও জে আর বি টি -র মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে আন্তরিকতা দেখাবে।
আর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই আবারো তারা হতাশার শিকার হয়। সংগঠনের নেতা প্রদীপ বণিক জানান, বুধবার রাতে জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি -র লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু অধিকাংশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা চাকরি পাবে বলে আশাবাদী ছিলেন। কিন্তু জে আর বি টি -র মাধ্যমে কিছু সংখ্যক চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা বেঁচে যেতে পারে। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে সেই সুযোগও হারিয়েছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা। তাই ৪৩ তম দিনে অনশন মঞ্চ থেকে বের হয়ে রাস্তা অবরোধে বাধ্য হয়েছেন বলে জানান সংগঠনের নেতা প্রদীপ বণিক। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই আইনজীবীদের সাথে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়ে আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখা গেছে তিনি কোন উদ্যোগ না দিয়ে দায়সারা মনোভাব নিয়ে চলেছেন। তাই একঘন্টার জন্য পথ অবরোধে সামিল হয়। নাহলে আন্দোলন দীর্ঘায়িত হবে বলে হুঁশিয়ারি দেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরকার ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কোন দিশায় এগিয়ে যাচ্ছে তা বলা মুশকিল হয়ে পড়েছে। তবে এই আন্দোলন আগামী বিধানসভায় নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করছে ১০,৩২৩ -এর একাংশ।