Friday, March 29, 2024
বাড়িরাজ্যফলাফল ঘোষণা জে আর বি টি -র

ফলাফল ঘোষণা জে আর বি টি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর :  বুধবার রাতে বহু প্রতীক্ষিত জে আর বি টি-র মাধ্যমে গৃহীত গ্রুপ সি এবং গ্রুপ ডি -র জন্য লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দোহাই দিলেন।

আরো বলেন , গ্রুপ – সি এবং গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় বসেছিল ১ লক্ষ ২১ হাজার ৫০০ জন। ২০২১ সালে গ্রুপ – সি এবং গ্রুপ ডি-র জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। গ্রুপ – সি জন্য মোট আসন সংখ্যা ছিল ২৪১০ এবং গ্রুপ ডি-র আসন সংখ্যা ছিল ২৫০০ জন।  ওয়েমার সিটে এই পরীক্ষা নেওয়া হয়। মাঝে উচ্চ আদালতে মামলা হওয়ায় এই ফলাফল প্রকাশে বিলম্ব হয়। অবশেষে বুধবার ফলাফল প্রকাশিত হয়। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৫০০ জন। ডিসেম্বর মাসের শেষে তাদের কাগজ পত্র যাচাই করে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে রাজ্যের বেকারদের কর্মসংস্থান ঘটবে বলে জানান তিনি। তবে তিনি সতর্ক করে জানান কিছু স্বার্থান্বেসী মহল এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের বিভ্রান্তে পা না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান মন্ত্রীদ্বয়। গ্রুপ – সি এবং গ্রুপ ডি-র জন্য পি আর টি সি- কে প্রাধান্য দেওয়া হবে। এটা মন্ত্রী সভার সিদ্ধান্ত। এতে রাজ্যের ছেলে মেয়েরা উপকৃত হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিন্তু তিনি এদিন এ বিষয়ে আরো জানিয়ে দেন কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তার কোন নির্ধারিত সময়সীমা বলতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। আসন্ন বিধানসভায় নির্বাচনের আগে ফলাফল ঘোষণা করতে পারবে কিনা সে বিষয়ে কোন ধরনের জবাব দিতে পারেননি মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য