Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার ৪

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর :  চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারো অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা চারজন বাংলাদেশীকে আটক করে বি এস এফ জওয়ানরা। পুলিশ জানায়, গত ঊনত্রিশ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পাড় হয়ে ভারতে প্রবেশ করে। বি.এস.এফ জওয়ানদের নজরে আসা মাত্রই চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বি.এস.এফ ক্যাম্পে নিয়ে যাবার পর জিজ্ঞাসাবাদ চালায়। বুধবার সকালে বি.এস.এফ ইরানি থানার পুলিশের হাতে তাদের তোলে দেয়। ইরানি থানার পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, চারজনের বাড়ি বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য জায়গায়। তাদের কাছে ভারতীয় তিন হাজার টাকা, বাংলাদেশের সাতশো পঞ্চাশ টাকা, দুইটা ভুয়ো আধার কার্ড, একটা ভুয়ো ভোটার কার্ড এবং পাঁচটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরো জানায়, বাংলাদেশী নাগরিকরা পুলিশকে জানায় ভারতের তামিলনাড়ুতে কাজে যোগ দেবার জন্য এসেছিল।

তারা বাংলাদেশের ঢাকা থেকে বাংলাদেশের মৌলভিবাজার জেলার আলাল নামে এক দালালের মাধ্যমে এসে। দালাল আলালই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পাড় করে লাটিয়াপুড়া গ্রামে ঢুকিয়েছে। বাংলাদেশের দালাল আলালের সাথে কৈলাসহরের কেউ জড়িত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের আদালতে তুলেছে পুলিশ। তবে, বিগত এক সপ্তাহের মধ্যে তিন দফায় অবৈধভাবে আসা মোট বারোজন বাংলাদেশী নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হয়তো তদন্তে বের হয়ে আসতে পারে মূলত কি উদ্দেশ্য নিয়ে এভাবে সীমান্তে কাটার তারে বেড়া দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য