Sunday, September 8, 2024
বাড়িরাজ্যতপশিলি ছাত্রী নিবাস পরিদর্শন মন্ত্রীর

তপশিলি ছাত্রী নিবাস পরিদর্শন মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর :  বুধবার নতুন নগর স্থিত তপশিলি ছাত্রী নিবাস পরিদর্শনে যান দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি এদিন হোস্টেল পরিদর্শন করে হোস্টেল সুপার দেবশ্রী দাস সহ ছাত্রীদের সাথে কথা বলেন। হোস্টেলে রান্নার কাজ সহ অন্যান্য পরিষেবা সঠিকভাবে ছাত্রীদের মিলছে কিনা সে বিষয়ে অবগত হন। কিন্তু এদিন তিনি হোস্টেলগুলির করুন চিত্রের কথা তুলে ধরে বলেন তিনি মন্ত্রী হওয়ার পর হোস্টেল গুলি যখন পরিদর্শন করতে যান, তখন দেখেন অত্যন্ত খারাপ অবস্থা হোস্টেলগুলির।

পূর্বতন সরকারের আমলে এবং বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে কোন নজর দেয়নি সে বিষয়ে আকার ইঙ্গিতে স্পষ্ট করে দেন মন্ত্রী মশাই। তিনি হোস্টেল গুলি পরিদর্শনের পর চাক্ষস করেছিলেন দরজা জানালা নেই। ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে পরিষেবা পায় না। তারপর হোস্টেলগুলি সংস্কার করার দায়িত্ব প্রদান করা হয় আধিকারিকদের। নতুন নগর স্থিত এই তপশিলি ছাত্রী নিবাসটির অবস্থাও অত্যন্ত করুন অবস্থা ছিল। তারপর হোস্টেলটি যাতে সংস্কার করা হয় এবং যেসব ত্রুটি রয়েছে সেগুলি যাতে দ্রুত সারাই করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এদিনের পরিদর্শন বলে জানান তিনি। তিনি আরো বলেন, কুমারঘাট, সাব্রুম, অমরপুর ১০০ শর্য্যা বিশিষ্ট হোস্টেল খোলার জন্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। পুরনো যেসব হোস্টেল মেরামতের কারণে ভুগছিল সেই সব হোস্টেল সংস্কারের হাত লাগানো হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য