স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : শ্রমিকদের বর্ধিত অধিকার খর্ব করা চলবে না, শ্রমিকদের সম কাজে সম বেতন প্রদান করা, পেট্রোল, ডিজেল ও সিএনজি গ্যাসের মূল্য হ্রাস করা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন দাবিতে বুধবার রাজ্যের যুগ্ম পরিবহন কমিশনারের কাছে গন ডেপুটেশান প্রদান করল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। এইদিন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রাজধানীতে এক মিছিল সংগঠিত করা হয়।
মিছিলটি পরিবহন দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে যুগ্ম পরিবহন কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইয়নিয়নের সাধারন সম্পাদক মানিক সাহা। ডেপুটেশান প্রদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৩ দফা দাবিগুলি তুলে ধরেন। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন শ্রমিকদের স্বার্থে আগামিদিনে পরিবহন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এইদিন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের মিছিলটি রাজধানীর মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।