স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : গোটা দেশের মতো ত্রিপুরা রাজ্যে বর্তমানে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২০১১-১২ সালে রাজ্যে মাথাপিছু গড় আয় ছিল ৪৭,১৫৫ টাকা। সেই সময় ভারতে মাথাপিছু গড় আয় ছিল ৬৩,৪৬২ টাকা। ২০১৯-২০ সালে রাজ্যে মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১লক্ষ ২১ হাজার ৪৫৬ টাকা। অন্যদিকে ভারতে মাথা পিছু গড় আয় দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১১৫ টাকা। ২০২১-২২ সালে রাজ্যের মাথা পিছু গড় আয় ১ লক্ষ ৪০ হাজার ৮০৩ টাকা।
ভারতের মাথা পিছু গড় আয় বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭ টাকা। মঙ্গলবার পরিকল্পনা দপ্তরের আধীন ডাইরেক্টরেট অফ ইকোনোমিকস এন্ড স্ট্যাটিস্টিকস-র উদ্যোগে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সচিব জুবের আলী হাসমি। অন্যদিকে ২০১২-১৩ সালে রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের হার ছিল ৮.৬৭। ২০২১-২২ সালে রাজ্যের অর্থ নৈতিক উন্নয়নের হার ৮.৬৯। যেখানে ভারতে অর্থ নৈতিক উন্নয়নের হার ৮.৬৮।
দেশের মোট অর্থনীতির দশমিক ২৬ শতাংশ শেয়ার করে ত্রিপুরা। ২০২২ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে ন্যাশনাল সার্ভের কাজ। আগামী এক বছর চলছে এই সার্ভে। দুটো কম্পোনেন্টের উপর রাজ্যের সমস্ত জেলায় এই সার্ভের কাজ চলছে বলে জানান যুগ্ম অধিকর্তা চিরঞ্জিব ঘোষ। ১৪৪ টি গ্রামীন এলাকা এবং ৭৬ আরবান ভিলেজে হচ্ছে সার্ভে। ট্যাপ মুডে কাজ চলছে বলেও জানান তিনি। দ্বিতীয় বড় কাজ চলছে ষ্টেট ডোমেস্টিক প্রোডাক্ট নির্ণয় করার উপর। নীতি নির্ধারণের ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ। মাসের তথ্য মাসেই দিতেই হয়। এই তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও অর্থ দপ্তর। নীতি আয়োগের সুচীতে ত্রিপুরা বেষ্ট পারফর্মিং রাজ্য হিসাবে উঠে এসেছে। এস ডি জি ইন্ডিয়া ইনডেক্সে প্রথম ১৫ টি জেলার মধ্যে রাজ্যের ৮ টি জেলা স্থান করে নিয়েছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন অতিরিক্ত অধিকর্তা এ এ চন্দ।