স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : সি বি এস ই বোর্ড এবং ত্রিপুরা বোর্ডে জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখতে চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে বুধবার শিক্ষা ভবন ঘেরাও করলো তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। দীর্ঘক্ষণ চলে আন্দোলন। পরে পুলিশের তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সংগঠনে এক নেতা জানান, তারা একাধিক দাবি নিয়ে ময়দানে সরব হয়েছে। এর মধ্যে প্রধান দাবি হলো সি বি এস ই বোর্ড এবং ত্রিপুরা বোর্ডে জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখতে চাপিয়ে দেওয়ার নীতি প্রত্যাহার করা। এটা রাজ্যের কোন ছাত্র-ছাত্রী মানতে চাইছে না। তাই গত ২৮ নভেম্বর সারা রাজ্যে আন্দোলন চালানো হয়। সেদিন প্রশাসনিক আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। একইভাবে বুধবার শিক্ষা ভবনে গণডেপুটেশন প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও দাবি জানানো হয় রাজ্যের প্রত্যেকটি মহকুমায় একটি করে সাধারণ ডিগ্রী কলেজ স্থাপন করতে হবে। না হলে গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক দিক দিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। পাশাপাশি এদিন শাসক দলের ছাত্র সংগঠন এভিবিপি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, প্রতিদিন তারা আক্রান্ত হচ্ছে। সম্প্রতি অমরপুর এবং বিলোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাই কাউন্সিলের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বলে দাবি জানায় তারা। এদিন বিক্ষোভ প্রদর্শনে পেছনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মেবার তোমার জমাতিয়া। তিনি সামনে সারিতে না আসলে এদিন আন্দোলনকে সগরম করতে প্রচেষ্টা করেছেন।