স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের বিরোধী মহিলা সংগঠনগুলি ততই সক্রিয় হয়ে উঠছে। নারী সংক্রান্ত ঘটনায় শাসক দলের ছত্র ছায়ায় অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না বলে অভিযোগ তুলে বুধবার রাস্তায় নামে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিন আগরতলা ভানু স্মৃতি ঘোষ ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য।
তিনি বলেন, ২০১৮ সালে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বহু নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে। সরকার বলছে রাজ্যে নাকি সুশাসন চলছে। কিন্তু সুশাসন কোথায় তা জানা নেই আপামর জনগণের। প্রতিদিন নারীদের উপর জঘন্যতম ঘটনা সংগঠিত হচ্ছে। সম্প্রতি ধর্মনগরে দেখা গেছে একজন মহিলাকে খুন করে ফেলে রাখা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দা জনক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে। শুধু এই ঘটনাটির মোট পৌনে পাঁচ বছরে রাজ্যে বহু নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে। এবং এই ঘটনাগুলির সাথে জড়িত শাসক দলের ছত্র ছায়ার লোক। আর এতে যদি বর্তমান সরকারের আমলে সুশাসন হয়ে থাকে তাহলে এটা মেনে নেবে না সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ঝর্না দাস বৈদ্য।