স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : নির্বাচন আসন্ন। ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। নিজেদের সমর্থন কতটা রয়েছে তার জল মাপতে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। বুধবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন কাউন্সিলার রত্না দত্ত। এদিন ১৮ নং বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান তিনি।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৬০ টি বিধানসভা এলাকায় ২৭ নভেম্বর থেকে এক যোগে শুরু হয়েছে বিজেপির ঘর ঘর অভিযানের। দলীয় নির্দেশ মোতাবেক চলছে ঘর ঘর অভিযান। বুধবার ৮ টাউনবড়োদোয়ালী বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন কাউন্সিলার রত্না দত্ত। এদিন ১৮ নং বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান। সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। তবে নেত্রী তেমন কোন সাড়া পাচ্ছে না বলে দলীয় সূত্রে খবর।