Thursday, April 25, 2024
বাড়িরাজ্য১০১ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স শাখার ভার্চুয়ালি সূচনা

১০১ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স শাখার ভার্চুয়ালি সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর :  সোমবার ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের ১০১ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স শাখার ভার্চুয়ালি সূচনা করেন ডাঃ মানিক সাহা। এদিন সরকারী বাসভবন থেকে এর সূচনা অনুষ্ঠানে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিক। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক গ্রামাঞ্চলে সাধারন মানুষকে পরিষেবা প্রদান করছে।

 একই সঙ্গে গ্রামীন অর্থ নীতির উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক। আগে তাদের ২২২ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স ছিল এবং ৩৩ শাখা আছে। বর্তমানে নতুন করে ১০১ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স শাখা চালু হওয়ায় মোট সংখ্যা দাড়াল ৪৯৮ টি শাখা হবে। এতে করে গ্রাহকরা ব্যাঙ্কিং বহু সুবিধা পাবে। নতুন করে পশ্চিম জেলায় ২২ টি , সিপাহীজলায় ১৪ টি, গোমতীতে ১২ টি , দক্ষিন ত্রিপুরায় ১৬টি,  ধলাই ৯ টি, খোয়াইয়ে ১৬ টি, উত্তর ত্রিপুরায় সাত টি, ঊনকোটি জেলায় ৫ টি ব্যাঙ্কিং করসপন্ডেন্স শাখার সূচনা হয়েছে। ১৯৭৬ সালে গ্রামীন ব্যাঙ্কের সূচনা হয়। বর্তমানে ত্রিপুরার ভীত দাড়িয়ে রয়েছে গ্রামীন ব্যাঙ্কের উপর বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই পরিষেবার ফলে গ্রামীন এলাকার আর্থিক উন্নয়ন আরো অনেক বেশি হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য