স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : সোমবার দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলেসের ২০৩ তম জন্মবার্ষিকীতে স্মরণ করলো সিপিআইএম। ফেডারিক অ্যাঙ্গেলেস-র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বামফ্রন্টের আহবায়ক নারায়ন কর সহ অন্যান্য নেতৃত্ব।
কার্লমার্কসের সৃষ্টি বাস্তবে রুপায়িত হতে পারত না ফেডারিক অ্যাঙ্গেলেস-র মত ঘনিষ্ঠ বন্ধু না থাকলে। কার্লমার্কসের বহু লেখাকে সামনে এনেছিলেন তিনি। মার্কসবাদ যুগ যুগ ধরে বাস্তব। এর কোন দিন ধ্বংস হতে পারে না। সময় কালীন সময়ে প্রাসঙ্গিক বলে জানান বামফ্রন্টের আহবায়ক নারায়ন কর। বর্তমান সময়ে বহু দেশ গভীর মন্দার মধ্যে রয়েছে। মার্কসবাদ এবং লেনিন বাদ সমাজকে অগ্রসর হতে সাহায্য করেছে। আর যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ মার্কসবাদ এবং লেনিন বাদ প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।