Saturday, August 2, 2025
বাড়িখেলাসৌদি ভক্তকে জার্সি দিলেন লেভানদোভস্কি

সৌদি ভক্তকে জার্সি দিলেন লেভানদোভস্কি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৮ নভেম্বর: গত শনিবার সৌদি আরবকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা স্ট্রাইকার লেভানদোভস্কি। এরপরই ওই ভক্তের উদযাপন। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরদিন তাকে উপহারটি দেন লেভানদোভস্কি। সৌদি আরবের জার্সি পরে আসা ওই ‘বেনামি’ সমর্থক আগে থেকেই ভেতরে পরেছিলেন লেভানদোভস্কির জার্সি। তার প্রিয় তারকা গোল করার পরই উপরের জার্সি খুলে আনন্দে নাচতে শুরু করেন। এরপর ঘুরে জার্সির পেছনে লেভানদোভস্কির নামের দিকে ইঙ্গিত করেন তিনি। আর চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘ইয়েস, ইয়েস, লেভানদোভস্কি, রবের্ত লেভানদোভস্কি।’লেভানদোভস্কির সঙ্গে দেখা করে একইভাবে খুশিতে নাচেন ওই ভক্ত। পরে পছন্দের খেলোয়াড়কে জড়িয়ে ধরেন তিনি। নেন স্বাক্ষরিত জার্সিটি।ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে গোলের পর গোল করে যাওয়া লেভানদোভস্কি জালের দেখা পাচ্ছিলেন না বিশ্বকাপে। অবশেষে সৌদি আরবের বিপক্ষে এসে সেই অপেক্ষার অবসান হয় তার।একটি করে ড্র ও জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে আপাতত সবার উপরে পোল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে হার এড়াতে পারলেই তারা পৌঁছে যাবে শেষ ষোলোয়।

 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!