স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : ইরানে গত ১৩ অক্টোবর পুলিশ নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর প্রতিবাদী আন্দোলন দাবানলের মত সারাদেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন দমন করতে লাগামহীনভাবে পুলিশি নিশংস গণহত্যা ও মৃত্যুদণ্ড দিয়ে শত শত মানুষকে হত্যা করছে।
হাজার হাজার শিশু সহ মহিলা পুরুষ কারাগারে বন্দি হয়ে আছে। কিন্তু ইরানের মানুষ আন্দোলন অব্যাহত রেখেছে। এস ইউ সি আই দলের সাধারণ সম্পাদক প্রবাসী ঘোষ সঙ্গত ঐতিহাসিক আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এবং ইরানের ফ্যাসিবাদী সরকারে হত্যা ও দমন বন্ধ করার দাবিতে ভারত বর্ষ সহ বিশ্বের সকল দেশে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন জনগণকে এগিয়ে আসেন আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যায় আগরতলা বটতলা এলাকায় ইরানের আন্দোলনে প্রতি সংহতি জানিয়ে সভা অনুষ্ঠিত করে এসইউসিআই। ঘটনার তীব্র সমালোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক।