স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার বার্ষিক পুরুস্কার বিতরণী উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়। ৭৫ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় গুলিতে পূর্বে অনেক সমস্যা ছিল। সম্প্রতি মন্ত্রীসভায় সিদ্ধান্ত গ্রহণ করে রুলসের পরিবর্তন করে সকল সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। অনেক গুলি পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার গুনগত মান যেন উন্নত হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এগে অভিভাকরা বিদ্যালয়ে আসত না। বর্তমানে অভিভাবকরাও বিদ্যালয়ের একটা অঙ্গ হয়ে গেছে। ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। সব বিষয়ে জানা না থাকলে জিবনে অনেক সমস্যার সন্মুখিন হতে হবে। নিজেকে নিজে জানতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে। তার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এবং শৃঙ্খলার মধ্যদিয়ে চলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।