Thursday, May 29, 2025
বাড়িরাজ্যমিড ডে মিল ওয়ার্কারদের সাম্মানিক বৃদ্ধি ৫০০ টাকা

মিড ডে মিল ওয়ার্কারদের সাম্মানিক বৃদ্ধি ৫০০ টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে কল্পতরু হচ্ছে সরকার। এবার মিড ডে মিল প্রকল্পের ওয়ার্কারদের জন্য রাজ্য সরকার ৫০০ টাকা সাম্মানিক বৃদ্ধি করেছে। কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। শুক্রবার মন্ত্রী রতন লাল নাথ মহাকরণে নিজ চেম্বারে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।

 তিনি জানান, রাজ্যে মিড ডে মিল কর্মী রয়েছে ১১,১০৭ জন। ৫০০ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে সাম্মানিক বৃদ্ধিতে দাঁড়িয়েছে ২০০০ টাকা। রাজ্য সরকার ২০০০ টাকার মধ্যে দেবে ১,১০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার দেবে ৯০০ টাকা। এতে বছরে বাড়তি খরচ হবে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। তিনি আরো জানান ৩ লক্ষ ৯৯ হাজার ৮৬ জন ত্রিপুরা রাজ্যে মিড ডে মিল পাচ্ছে। প্রাথমিক স্তরে রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩২৬ জন এবং উচ্চ প্রাথমিক স্তরে রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৬০ জন। কোন দাবি ছাড়াই সরকার মিড ডে মিল ওয়ার্কারদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী-রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!