Thursday, September 28, 2023
বাড়িরাজ্যসন্ত্রাসের ঘটনায় গ্রেফতার সিপিআইএম কর্মী

সন্ত্রাসের ঘটনায় গ্রেফতার সিপিআইএম কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : বিজেপি কর্মীর বাড়িতে রাতের আঁধারে সিপিএম কর্মীদের আক্রমণের ঘটনায় গ্রেফতার এক সিপিআইএম কর্মী। ধৃত যুবকের বাড়ি থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ মাতাবাড়ি এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেন সিপিএম কর্মীরা।

এই ঘটনার পর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে বিজেপি কর্মীরা জনসম্পর্ক অভিযানে বের হলে এই ঘটনা খবর পায়। বিজেপি কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক সিপিএম কর্মীর বাড়ি ঘেরাও করেন। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ সহ বিজেপি কর্মীরা ঘাতক সিপিএম কর্মীর ঘর থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্ত সিপিএম কর্মী অমিত নমঃ কে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা মাতাবাড়ি এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধারণা আরও বহু সিপিআইএম কর্মী গ্রেপ্তার হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য