Sunday, January 26, 2025
বাড়িরাজ্যজাতীয় সড়কে পেট্রোলিং গাড়ির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

জাতীয় সড়কে পেট্রোলিং গাড়ির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা সহ অন্যান্য অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তাই আগরতলা থেকে সাব্রুমের পর এবার আগরতলা থেকে চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইওয়ে পেট্রোলিং -এর উদ্যোগ নিয়েছে আরক্ষা প্রশাসন। শুক্রবার উমাকান্ত একাডেমী স্কুলের সামনে থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা থেকে চুড়াইবাড়ি জাতীয় সড়কে পেট্রোলিং-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

তিনি সবুজ পতাকা নেড়ে জাতীয় সড়কে পেট্রোলিং গাড়ির সূচনা করেন। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে অনেক সুবিধা হবে। সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে মানুষের নিরাপত্তা। জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে যান দুর্ঘটনা কমানো সম্ভব বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বিগত দিনের তুলনায় যানবাহন বৃদ্ধি পেয়েছে। কিন্তু যান দুর্ঘটনা প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি বছর বহু যানবাহন বহিঃরাজ্য থেকে রাজ্যে আসে। জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে সেই গাড়ি গুলির উপর নজরদারি চালানো সম্ভব হবে। নেশা কারবারিরা ত্রিপুরা রাজ্যকে করিডর করে বাংলাদেশে নেশা সামগ্রী পাচার করে। অপরদিকে ত্রিপুরা থেকে গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হয়। জাতীয় সড়কে পেট্রোলিং-এর মাধ্যমে এই সকল পাচার বাণিজ্যের লাগাম টানা সম্ভব হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য