স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : কংগ্রেসের পদযাত্রার উপর বিজেপির হামলা। আহত বহু কংগ্রেস কর্মী। ঘটনা শান্তির বাজার হাসপাতাল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণের জানা যায়, শুক্রবারভারত জড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রা করতে গিয়ে বিজেপির হামলার মুখে পড়ল কংগ্রেস কর্মী সমর্থকরা। আহত বহু কংগ্রেস কর্মী। এদিন বাইখোড়া বাজার থেকে শুরু হয় এই কর্মসূচী। বেতাগা বাজার আসার পর শাসকদলের দুষ্কৃতিকারীরা এই কর্মসূচী বাঁধা দেয়।
শেষ পর্যন্ত কংগ্রেসের এই কর্মসূচী বাঁধা দেওয়ার জন্য শাসকদলের কিছু সংখ্যক কর্মী শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে। এই পরিস্থিতির ফলে সুভাষ কলোনী এলাকায় কংগ্রেস কর্মীরা ত্রিপুরা বাঁচাও যাত্রা কিছু সময়ের জন্য বন্ধ রাখে। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে সমস্ত বাধা অতিক্রম করে এই পদযাত্রা শান্তির বাজার জেলা হাসপাতাল সংলগ্ন এলাকা যেতেই পদযাত্রার উপর আক্রমন করে। পরবর্তী সময় নিজ প্রান বাঁচানোর লক্ষ্যে কংগ্রেস সমর্থীত কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে আক্রমণ করে শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। আক্রমনে বহু কংগ্রেস কর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে বহু কংগ্রেস কর্মী প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে ছুটে যায়। পুলিশ সবকিছু দেখলে অভিযুক্ত বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করেনি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনার তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতৃবৃন্দ। দিনের ঘটনা প্রত্যক্ষ করেছে গোটা শান্তির বাজারের মানুষ। যেভাবে ২০১৮ সালে সিপিআইএম ত্রিপুরা থেকে উৎখাত হয়েছে একইভাবে ত্রিপুরা থেকে উৎখাত হবে বিজেপি বলে জানান কংগ্রেস নেতৃবৃন্দ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, টি এস আর জওয়ান।