Sunday, January 19, 2025
বাড়িখেলাগোলের ‘ঘ্রাণ’ পাচ্ছিলেন রিশার্লিসন

গোলের ‘ঘ্রাণ’ পাচ্ছিলেন রিশার্লিসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৫ নভেম্বর: দোহার লুসাইল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন রিশার্লিসন। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়। ৭৩তম মিনিটে বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস। বাঁ পায়ের টোকায় বল উপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী রিশার্লিসন। ২০২২ সালে ব্রাজিলের হয়ে দারুণ ফর্মে থাকা রিশার্লিসন সাত ম্যাচে করলেন ৯ গোল।সার্বিয়া ম্যাচের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে টটেনহ্যাম হটস্পারের এই খেলোয়াড় বললেন, গোল যে আসছে এই বিশ্বাস তার ছিল। “আমাদের প্রফেসর তিতে যেমনটা বলে থাকেন, ‘তুমি গোলের ঘ্রাণ পাচ্ছো’ এবং তাই ঘটছে।”“এটি একটি দুর্দান্ত রাত ছিল, একটি সুন্দর জয় এবং লক্ষ্যে পৌঁছাতে আমাদের হাতে ছয়টি ম্যাচ আছে।” এই ম্যাচে তিতে আক্রমণ সাজান নেইমার, রিশার্লিসন, ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াকে নিয়ে। তার এই সিদ্ধান্ত কাজে লাগে বেশ। এই চারজন যখনই আক্রমণ শানিয়েছেন, তা সামলাতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে সার্বিয়াকে। নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য