স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : কোভিড ১৯ ভ্যাকসিনের সার্ভের নাম করে এক প্রতারক হাতিয়ে নিলো সাড়ে তিন লক্ষ টাকা। শেষ পর্যন্ত পশ্চিম থানার দ্বারস্থ হয় অভিযোগকারী ব্যবসায়ী সঞ্জীব পাল। তিনি জানান বুধবার সকালে সন্দীপ পালের বাড়িতে যায় এক ব্যক্তি। এই ব্যক্তি চিরঞ্জিত নামে নিজেকে পরিচয় দেয়। সঞ্জীব পালের অবর্তমানে বাড়ির অন্যান্য লোকজনদের সে জানায় স্বাস্থ্য দপ্তর থেকে সার্ভে করতে গেছে।
তারপর সঞ্জীব পালের স্ত্রীর কাছে জানতে চায় পরিবারের সকলে করোনা টিকা গ্রহণ নিয়েছে কিনা। সঞ্জীব পালের স্ত্রী জানায় টিকা গ্রহণ করেছে। তারপর তাদের কাছে প্রশ্ন করে টিকা নেওয়ার সময় কার মোবাইল ফোন দিয়ে বুকিং করেছেন। তারপর সঞ্জীব পালের স্ত্রী জানান স্বামীর মোবাইল থেকে তারা বুকিং করেছিল। তারপর সঞ্জীব পালের ফোন নাম্বার নিয়ে একটি এস এম এস পাঠায়। এবং সঞ্জীব পালকে ফোন করে বাড়িতে আসার জন্য বলে। কিন্তু না আসায় প্রতারক শকুন্তলা রোড স্থিত সঞ্জীব পালের দোকানে ছুটে যায়। তারপর সঞ্জীব পালের মোবাইল ফোন থেকে এসএমএস -এর ওটিপি নম্বরটি অন্য একটি ফোন নম্বরে পাঠিয়ে চলে যায়। তারপর আধঘন্টা পর থেকেই সঞ্জীব পারলে মোবাইল ফোনে এসএমএস আছে বন্ধন ব্যাংক থেকে ৭ লক্ষ ২২ হাজার টাকা তুলে সঞ্জীব পালের ছেলে একাউন্টে জমা করে সেখান থেকে আবার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে নেয়। সাথে সাথে অভিযুক্ত ব্যক্তি কোভিড ভ্যাকসিনের নাম করে যে ফোন নম্বরটি থেকে ফোন করেছিল, সেই নম্বরে ফোন করা হলে সে বিভিন্ন কথা বলে প্রতারণা করে চলেছে বলে অভিযোগ সঞ্জীব পালের। সঞ্জীব পাল অভিযুক্তের বিরুদ্ধে পশ্চিম থানা একটি মামলা দায়ের করেন। বর্তমানে ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে।