স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মুদির দোকানের বিভিন্ন সামগ্রী। ঘটনা বৃহস্পতিবার সকালে রাজধানীর হারাধন সংঘ এলাকায়। জানা যায় এইদিন দোকানের মালিক দোকান খোলার ধুঁয়া দেখতে পান। তখন তিনি ধুঁয়ার উৎস খুঁজা শুরু করেন। সেই সময় দেখতে পান বিদ্যুৎ-এর শর্ট সার্কিট থেকে দোকানে অগ্নিসংযোগ ঘটেছে। সাথে সাথে তিনি দমকল বাহিনীর কর্মীদের খবর দেন।
দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান এইদিনের অগ্নিকাণ্ডের জন্য দোকান মালিক নিজে দায়ি। কারন দোকানের পিছন দিয়ে উপরে উঠার সিঁড়িতে দোকান মালিক বিভিন্ন সামগ্রী মজুত করে রেখেছে। সেই জায়গায় রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। ফলে শটসার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটেছে। সিঁড়ি-তে বিভিন্ন সামগ্রী মজুত করে রাখার ফলে আগুন নিয়ন্ত্রনে আনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে দমকল বাহিনীর কর্মীদের। এইদিনের অগ্নিকাণ্ডের ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। দমকল বাহিনীর কর্মীরা এইদিন সময়মত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা দোকান।