Friday, July 25, 2025
বাড়িরাজ্যপরিস্থিতি উত্তপ্ত করে পাল্টা হুঁশিয়ার বিজেপির

পরিস্থিতি উত্তপ্ত করে পাল্টা হুঁশিয়ার বিজেপির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : বুধবার খোয়াই বেলতলী এলাকায় সিপিআইএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রদেশ বিজেপি সহ-সভাপতি অমিত রক্ষিত। তিনি জানান, এই ঘটনা সুস্থ সমাজের জন্য একটা অনভিপ্রেত ঘটনা। কিন্তু সিপিআইএম-এর জন্য রুটিন কাজ। খোয়াই-র ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা বলেন বিজেপি খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত।

 তিনি জানান এইদিন সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের নেতৃত্বে খোয়াই শহরে মহকুমা ভিত্তিক একটি মিছিল সংগঠিত করা হয়েছিল। সেই মিছিলে দুই থেকে আড়াইশ লোক হয়েছে। গোটা খোয়া জেলা থেকে লোক আনা হয়েছিল। সিঙ্গিছড়া এলাকায় যুব মোর্চার কর্মীরা দাঁড়ানো অবস্থায় ছিল। কিন্তু পবিত্র করের প্ররোচনায় সিপিআইএম কর্মী সমর্থকরা লাঠি, দা, লোহার রড নিয়ে আচমকা আক্রমণ চালায় যুব মোর্চার কর্মীদের উপর। এতে যুব মোর্চার ১২ কর্মী হাত হয়েছে। তাদের মধ্যে তিন জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরও জানান ২০১৮ সালের সিপিআইএম যে সকল আসন গুলিতে জয়ী হয়েছিল সেই আসন গুলিও তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই হয়তো এই আসন গুলিতে নিজেদের ক্যাডারদের মনোবল বারাতে দল থেকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পবিত্র করকে। অমিত রক্ষিত এইদিন হুশিয়ারি দিয়ে বলেন পুনঃরায় এই ধরনের ঘটনা সংগঠিত করা হলে বিজেপির কার্যকরতারা প্রতিরোধ গড়ে তুলবে। তারা যা করতে জানে, সেইগুলি বিজেপি দলের কার্যকরতারাও করতে জানে বলে জানান তিনি। তিনি আরক্ষা প্রশাসনের প্রতি আবেদন জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!