স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নীতি আয়োগ এবং এর আগে মনমোহন সিং সরকারের আমলে সরকারের পরিকল্পনা কমিশন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলতে পারে নি। বামফ্রন্ট সরকার কৃষি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার, আইনশৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে অন্যতম নজির সৃষ্টি করেছিল। যার দরুন বর্তমান সরকারের আমলে এই বামফ্রন্ট কোন কর্মসূচি করতে চাইলে পুলিশ তাৎক্ষণিক ভাবে অনুমতি দেয় না।
তারা জানে এই অধিকার বামফ্রন্টের হলেও রাজ্যে আইনের শাসন চলছে না। গণতন্ত্র নেই, জঙ্গলের রাজত্ব চলছে, আর এটা ঢাকতে সুশাসনের নাম করে জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করছে। বুধবার উদয়পুর পালাটানা বাজারে বর্তমান পরিস্থিতির উপর তীব্র সমালোচনা করে বাজার সভায় বক্তব্য রেখে এমনটাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
তিনি বলেন ২০১৮ সালে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ১৯৮৮ সালে সুধীর রঞ্জন মজুমদার এবং সমীর বর্মনের সরকার যেভাবে ক্ষমতায় এসেছিল সেই অভিযোগ বিজেপির উপর বামফ্রন্ট করে না। কারণ ১৯৮৮ সালে গায়ের জোরে বামফ্রন্টের জয়ী আসন দখল করে গোজামিল দিয়ে বিধায়ক পদ ছিনিয়ে নিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তা অত্যন্ত দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত সভায় বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক মাধব সাহা সহ সিপিআইএম -এর অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন ।