স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : কমলপুর থানার অন্তর্গত চলুবাড়ী পঞ্চায়েতের পুকুর থেকে উদ্ধার এক বক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম জয়সিং গৌড়, বয়স ৫০ বছর। তার বাড়ী কমলপুর থানার নাগ বংশী গ্রামে। জানা যায় জয়সিং গৌড় তিন দিন পূর্বে ঘর থেকে বেড়িয়ে যান। তারপর তিনি আর বাড়ীতে ফিরে আসেন নি।
প্রায় সময়ই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের বাড়িতে কাজ করত। পাশাপাশি সে বেশিরভাগ সময় মদ্যপান করতো। নাগ বংশী গ্রামের বাসিন্দাদের ধারনা মঙ্গলবার রাতে জয়সিং গৌড় মদমত্ত অবস্থায় চলুবাড়ী গ্রাম থেকে পুকুর পাড়ের রাস্তা দিয়ে নাগ বংশী গ্রামে যাওয়ার সময় পুকুরের জলে পড়ে যায়। মদমত্ত অবস্থায় থাকার ফলে সে আর পুকুরের জল থেকে উঠতে পারেনি। ফলে জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এইদিন সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিসকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।