স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : রাজ্যে বেকার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি ছিল মিসকল দিবে চাকরি হবে। কিন্তু মিস দিলে চাকরি তো দূরের কথা, যিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই দেখা মিলছে না রাজ্যের বেকারদের। ফলে বেকারদের মিলছে না চাকরি। তাই এখন বেসরকারি সংস্কার ঢাকঢোল পিটিয়ে এবং মন্ত্রীদের ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপিয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকুরির মেলা।
কয়েকটি শূন্য পদের জন্য শত শত বেকার এই লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে। বুধবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এই চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় হয় চাকুরি মেলা। এইদিন চাকুরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্লেনিং দপ্তরের সচিব অভিষেক সিং, দপ্তরের অধিকর্তা অদিতি মজুমদার সহ অন্যান্যরা। এইদিনের চাকুরি মেলায় চাকুরি প্রার্থী বহু বেকার যুবক যুবতি সামিল হয়। এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্লেনিং দপ্তরের সিনিয়র রিসার্চ অফিসার অনীশ রঞ্জন ভট্টাচার্য জানান এইদিনের চাকুরি মেলায় মোট ৬ টি কোম্পানি উপস্থিত হয়েছে। ৬ টি কোম্পানির মধ্যে ৫ টি কোম্পানি রাজ্যের। বাকি একটি কোম্পানি দিল্লি থেকে এসেছে। এইদিনের চাকুরি মেলায় মোট ২০৫ টি পদের জন্য লোক নিয়োগ করা হবে। তিনি আরও জানান এইদিন সকাল ১১ টা পর্যন্ত ২১০ জন চাকুরি প্রার্থী যুবক যুবতি নিজেদের নাম নথিভুক্ত করেছে। এইদিন ৫ শতাধিক চাকুরি প্রার্থী যুবক যুবতি নাম নথিভুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দিল্লি থেকে আগত কোম্পানি ডিপ্লোমা পাশ করা ১০০ জন যুবক যুবতিকে তাদের কোম্পানিতে স্থায়ী পদে চাকুরি প্রদানের আশ্বাস দিয়েছে। এবং ডিপ্লোমা পাশ করা ১০০ জন যুবক যুবতির নামের তালিকা তৈরি করে তাদেরকে অবগত করার জন্য বলা হয়েছে। পরবর্তী সময় কোম্পানি থেকে তিন জনের একটি দল রাজ্যে এসে যুবক যুবতীদের ইন্টার্ভিউ নেবে বলেও জানান সংস্থার কর্মীরা।