Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপ্রাক্তন সভাধিপতির বাড়িতে হামলা

প্রাক্তন সভাধিপতির বাড়িতে হামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ততই বাড়ছে। রাত হলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা। মঙ্গলবার গভীর রাতে ধলাই জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া রুবি ঘোষের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হানা দিয়ে লুটপাট চালায়। ভেঙে ফেলে ঘরের বিভিন্ন সামগ্রী।

 রুবি ঘোষের স্বামী বিকাশ গোপ জানান, গত ১৭ নভেম্বর থেকে নিরাপত্তাহীনতার কারণে তিনি এবং তার স্ত্রী রুবি ঘোষ বাড়িতে রাতের বেলা বাড়িতে থাকেন না। ছেলে মেয়ে দুজনেই কর্মসূত্র এবং পড়াশোনার সূত্রে বহির্রাজ্যে আছেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা পাশাপাশি রাবার সিট কেটে ফেলে। যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা। শুধু তাই নয় ঘরের আলমারি খুলে স্বর্ণালঙ্কার পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। বাড়ির নার্সারি গুলি পর্যন্ত ভেঙে নষ্ট করে দেয় বলে অভিযোগ। জানা যায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চঞ্চল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য