স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : দেশী বন্দুকের গুলিতে নিহত কিশোর। আহত তার ছোট বোন। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মানিকপুর থানার অন্তর্গত জলাচন্দ্র কারবারি পাড়ায়। মৃত কিশোরের নাম দানিময় চাকমা, বয়স ১৪ বছর। আহত ৯ বছরের শিশু কন্যার নাম লক্ষ্মীরানী চাকমা। ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার জলাচন্দ্র কারবারি পাড়ায় সুরাজয় চাকমার কিশোর ছেলে দানিময় চাকমা দেশী বন্দুক নিয়ে বাড়ির পাশের জঙ্গলে যেতে দেখতে পায় তার ছোট বোন লক্ষ্মীরানী। জঙ্গলে গিয়েই দানিময় নিজ বুক লক্ষ্য করে গুলি ছুড়ে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ভাইকে আত্মহত্যা করতে বাধা দিতে গিয়ে গুলির ছিটকা লেগে আহত হয় ছোট বোন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান লংতরাইভ্যালীর এসডিপিও সোনাচরন জমাতিয়া ও মানিকপুর থানার পুলিশ। ছুটে যায় ফরেন্সিক টিম। মৃতদেহকে ময়না তদন্তের জন্য ছামনু হাসপাতালে নিয়ে আসা হয়। আহত লক্ষীরানীকর চিকিৎসা চলছে ছামনু হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গাঁদা বন্দুকটি।পুলিশ ০৫/২০২২/ইউ/এস/-৩২৬ আইপিসও ও সেকশন ২৫(১এ) আর্মস্ এক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু ঘটনা নিয়ে এলাকায় রহস্যের দানা বাঁধেছে। কারণ ১৪ বছরের একটি নাবালক বন্দুক চালিয়ে আত্মহত্যা করার মতো ঘটনা হয়তো নজিরবিহীন। পুলিশের তদন্তে বের হয়ে আসবে আসলে আত্মহত্যা নাকি খুন। পাশাপাশি কিভাবে একটি গাঁদা বন্দুক কিশোরের পরিবারের কাছে এসেছে সে বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকার সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।