স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : মঙ্গলবার শালবাগান বি এস এফ ক্যাম্পে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমক। তিনি রোজগার মেলায় বিএসএফ, সিআরপিএফ, ব্যাঙ্ক, এস এস বি, সহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পত্র তুলে দেন যুবক-যুবতীদের হাতে। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজাদিকা অমৃত কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ পর্যন্ত ভারতকে নতুন রুপে গড়ে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।
স্বশক্ত ভারত, সমর্থ ভারত, এবং আত্ম নির্ভর নির্মাণের জন্য কাজ চলছে। ১০ লক্ষ যুবককে কাজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অক্টোবর মাসের প্রথম ধাপে ৭৫ হাজার যুবকদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ধাপে ৭১হাজার ৫৬ জনের হাতে এই নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। যুব সম্প্রদায়কে তাদের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালে দেশ স্বাধীনতার ১০০ বছরে পদার্পণ করবে। সেই সময় স্বশক্ত ভারত, সমর্থ ভারত, এবং আত্ম নির্ভর গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন রাজ্যের ১৭৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। এদের বেশীর ভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চাকুরী পেয়েছেন। দেশের ৪৫ টি স্থানে এই রোজগার মেলা সংগঠিত হয়েছে বলে জানান তিনি। চাকুরী প্রাপকদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আয়োজিত এই দিনের মেলায় উপস্থিত ছিলেন বিএসএফ ,সিআরপিএফ আধিকারিকেরা।