স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : ব্রাউন সুগার সহ তিন জনকে আটক করতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এইদিন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ গাঙ্গাইল রোড থেকে টাউন প্রতাপগড় যাওয়ার রাস্তায় ওত পেতে বসে।
পরবর্তী সময় পুলিশ সন্দেহজনক তিন জনকে আটক করে। তাদেরকে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, প্রায় ১ লক্ষ ব্রাউন সুগারের খালি কৌটা এবং ব্রাউন সুগার ভর্তি ৩০০ টি কৌটা উদ্ধার হয়। তাদের সাথে থাকা বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতরা হল টাউন প্রতাপগড় এলাকার বাসিন্দা সুজিত দাস, বাধের পাড় মাস্টার পাড়া এলাকার বাসিন্দা রহিম মিয়াঁ ও পশ্চিম প্রতাপগড় এলাকার বাসিন্দা শুভ্রজিৎ দে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা হবে।