স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : গত ২ নভেম্বর বিশালগড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বোমাবাজির সাথে জড়িত শনিবার অপর অভিযুক্ত চন্দ্র সাহাকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। এই মামলায় আগেই চারজন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে।
বর্তমানে চারজন বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে জুডিসিয়াল কাস্টডিতে রয়েছে। শনিবার অভিযুক্ত চন্দ্র সাহাকে মেডিকেল চেকআপ করার পর বিশালগড় থানার লক আপে রাখা হয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, গত ২ নভেম্বর বিশালগড় রাউৎখলা এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর বোমা বাজির মামলায় মূল অভিযুক্ত ছিল এই চন্দ্র সাহা উরফে গোপাল। ঘটনার দিন থেকে পলাতক ছিল সে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে তন্নতন্ন করে খুঁজছিল। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশ্রামগঞ্জ থানাধীন ননজলার ঠাকুর পাড়া এলাকার একটি রাবার বাগান থেকে তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।