স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দল এক প্রকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। রাতের বেলা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে চলছে বাইক বাহিনীর তাণ্ডব। ফলে বিরোধী দলের কর্মী সমর্থকরা রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে যোগদান করছে বিজেপিতে। এ বিষয়ে বুক ফাটলেও মুখ ফাটছে না মানুষের।
এমনটাই পরিস্থিতি কায়েম হয়ে আছে গোটা রাজ্যে। তাই এবার মানুষ নামমাত্র শাসক দলের শিবিরে মাথা গুজতে শুরু করেছে। শুক্রবার রাতে ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১৯ ও ২০ নং বুথে বহু ভোটার সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়ের হাত ধরে ১৩ পরিবারের ৪৩ জন বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান অভিষেক দেবরায়। তিনি জানান সরকারের উন্নয়নমূলক কাজ দেখে, তারা বিরোধী রাজনৈতিক দলে ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তবে শাসক দল যে ক্রমশ ভিটে মাটি হারাতে চলেছে তা বারবারই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যে ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশ বিধানসভার কেন্দ্র বিজেপির অনুকূলে নয়। তাই এবার মানুষকে জোরজবরদস্তি করে দলে আনছে বলে এক প্রকার রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়ে আছে।