স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : বৃহস্পতিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে রাজধানীর প্রজ্ঞা ভবনে জল জীবন মিশনের কাজের অগ্রগতির জন্য এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে ডি ডব্লিউ এস দপ্তরের অধিকর্তা, ইঞ্জিনিয়ার সহ এস.ডি.ও -রা উপস্থিত ছিলেন। এদিন পর্যালোচনা বৈঠকের শুরুতে মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের নয়া সচিব অভিষেক সিং সহ অন্যান্য যারা নতুন ভাবে ট্রান্সফার হয়ে দপ্তরে এসেছে তাদের সকলকে স্বাগত জানান।
পাশাপাশি দপ্তরের বিদায়ী সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য বিদায়ী কর্মীদের ধন্যবাদ জানান। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান জল জীবন মিশনের কাজ বর্তমানে যতটুকু এগিয়ে গেছে তার পিছনে অবদান রয়েছে দপ্তরের বিদায়ী সচিব সহ বিদায়ী কর্মীদের। দপ্তরে নতুন যারা ট্রান্সফার হয়ে এসেছে আগামী দিনে তারা জল জীবন মিশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নের যেসব সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলি কাটিয়ে এই প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেছেন শীর্ষস্তর থেকে যা যা সহায়তা করা দরকার সেটা করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রায় সব পরিবারে প্রয়োজনীয় জলের সংযোগ পৌঁছে দিতে হবে। টেন্ডার প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলি সময় মতো প্রকল্পের কাজ শুরু করতে পারে না। বৈঠকে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়নেও দ্রুত সেরে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।