স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৮ নভেম্বর থেকে শুরু হবে ১৭ তম আঞ্চলিক সরস মেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। মেলা প্রাঙ্গণে সাজিয়ে তোলা হচ্ছে স্টল গুলিকে। ১৭ তম আঞ্চলিক সরস মেলায় মহিলা স্বশক্তিকরনের বিষয়কে ফুটিয়ে তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজকে। সেই মোতাবেক আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা মেলায় মহিলা স্বশক্তিকরনের বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক মৃন্ময় দেববর্মার নেতৃত্বে আর্ট কলেজের ২০ জন ছাত্র-ছাত্রী মেলায় মহিলা স্বশক্তিকরনের বিষয়টি ফুটিয়ে তুলছে। গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক মৃন্ময় দেববর্মা এক সাক্ষাৎকারে জানান খুব কম সময়ের মধ্যে তাদেরকে কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তাই বুধবার থেকে তারা কাজ শুরু করেছেন। মেলা চত্বরকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য ১৮ নভেম্বর বিকাল ৩ টায় ১৭ তম আঞ্চলিক সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।