Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যবাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল শহরে

বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : আন্দোলনরত কর্ম প্রার্থী যুবক-যুবতীদের উপর পুলিশের অমানবিক হেনস্থা বন্ধ করা, শিক্ষা স্বাস্থ্য দপ্তর সহ সমস্ত দপ্তরে শূন্য পদ অবিলম্বে পূরণ করা, গ্রুপ সি এবং গ্রুপ ডি – র প্রকাশ করা সহ ৪ দফা দাবিতে সারা রাজ্যে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আন্দোলনে নেমেছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ। এরই অঙ্গ হিসেবে বুধবার ছাত্র যুব ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ সংগঠন।

ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, রাজ্যে বেকাররা চাকরি দাবিতে রাস্তায় নামছে। কিন্তু পুলিশ দিয়ে তাদের উপর চলছে অমানবিক হেনস্থা। এর প্রতিবাদ সহ জে আই বি টি -র ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের কাছে আলো দাবি জানানো হচ্ছে অনিয়মিত ভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে নিয়মিত ভাবে বেকারদের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগ করার জন্য। গোটা রাজ্যে চলবে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি। তবে বলা যায় নির্বাচন এগিয়ে আসতেই সরকার বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাছাই প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়েও সৃষ্টি হচ্ছে প্রশ্ন। তবে এই নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে কতটা বেকার মহল আকড়ে ধরতে পারবে তা নিয়ে একপ্রকার রীতিমতী প্রশ্ন বাঁধছে জনমনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য