Friday, August 1, 2025
বাড়িরাজ্যজোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র

জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : ২১ নং ওয়ার্ড অন্তর্গত বনমালীপুর স্থিত জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নব্যতা বাড়ানোর পাশাপাশি রাতের বেলা আলোকিত করার জন্য। সেদিকে গুরুত্ব দিয়ে বুধবার পরিত্যাক্ত পুকুরটি সৌন্দর্যায়নে পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম।

পুকুরের নাব্যতা বৃদ্ধি করার পাশাপাশি পুকুর পাড় বাধিয়ে আলোর ব্যবস্থা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগম, নগরোন্নোয়ন দপ্তর ও স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছে। মেয়র জানান পুর নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল নতুন পুর বোর্ড গঠন হওয়ার পর যে সমস্ত সমস্যা গুলি গত ২৫ বছর যাবত দূর করা হয়নি, তা বর্তমান পুর নিগম দূর করতে উদ্যোগ নেবে। সেই মোতাবেক কাজ চলছে। এই পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সহসাই শুরু করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন বিগত ১০ বছরে বামফ্রন্ট পরিচালিত পুর নিগম উন্নয়নের জন্য যে টাকা খরচ করেনি তা বর্তমান পুর নিগম মাত্র ১০ মাসের মধ্যে ব্যয় করেছে। অর্থের সমস্যা নেই। তবে মানুশকে কিছুটা সময় দিতে হবে বলে জানান তিনি। ১০ বছরে যে কাজ হয়নি তা করছে বিজেপি পরিচালিত পুর নিগম। তাই মানুষকে কিছুটা ধৈর্য্য ধরতে হবে। শহরের সুন্দর্যায়ন বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!